Noonsof com এ
আপনাকে স্বাগতম।একটি ব্যাবসায়ের সফলতার জন্য, ব্যবহারকারীদের গোপনীয়তা অত্যাবশক।আমাদের ওয়েবসাইট ও এপে ব্যাবহারকারীদের তথ্যের গোপনীয়তা বজায় রেখে থাকি।
আপনার ব্যক্তিগত তথ্যসমূহ কিভাবে আমরা সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করি (বিশেষ শর্তাবলীর মাধ্যমে), সেটা এই গোপনীয়তার নীতিমালা খুব ভালভাবে ব্যাখ্যা করে। এই গোপনীয়তার নীতিমালা সেসব পদক্ষেপকেও ব্যাখ্যা করে, যার মাধ্যমে আমরা আপনার ব্যক্তিগত তথ্যসমূহকে সুরক্ষিত রেখেছি। সবশেষে, এই গোপনীয়তার নীতিমালা আপনার ব্যক্তিগত তথ্যের সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। এই সাইটে সরাসরি অথবা অন্য মাধ্যমে প্রবেশের মাধ্যমে আপনি নীতিমালাটি মেনে নিলেন।
ব্যাবহারকারীদের গোপনীয়তা: ব্যাবহারকারীদের দেওয়া সমস্ত ডেটা অত্যান্ত কঠোরভাবে আমাদের সার্ভারে গোপন রাখা হয়।শুধুমাত্র ব্যাবহারকারী তার নিজস্ব প্যানেলে ভিজিট করে তথ্য দেখতে পারেন এবং চাইলে কিছু তথ্যের পরিবর্তন ও করতে পারেন।
বিস্তারিতঃ
সাধারনত ব্যাবহারকারিরা আমাদের ওয়বেসাইটে অল্প কিছু তথ্য দিয়ে নিবন্ধন করে থাকেন। কাস্টমার ও মার্চেন্ট(যিনি তার পন্য আমাদের মাধ্যমে বিক্রি করে থাকেন)
সাধারনত কাস্টমারের কেনাকাটা প্রসেস করতে আমরা তার ডেটা সংগ্রহ, স্টোর ও প্রসেস করি এবং আমাদের সার্ভিসের মাধ্যমে দরকারি সবকিছু প্রদান করে থাকি। আমরা কাস্টমারের কিছু ব্যক্তিগত তথ্য বিশেষ করে নাম, লিঙ্গ, জন্মদিন, ই-মেইল অ্যাড্রেস, পোষ্টাল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস মোবাইল নম্বার,পেমেন্টের বিবরণ, পেমেন্ট কার্ডের বিবরণ অথবা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সংগ্রহ করতে পারি।তবে এই সকলকিছু গোপনীয়ভাবে সার্ভারে সংরক্ষন করা হয়ে থাকে।
কাস্টমারকে সম্মাননা দেয়ার জন্য কখোনো কখোনো আমরা চাইলে কাস্টমারের নাম ও ছবি প্রকাশ করে থাকি(যদি সেই কাস্টমার অনুমতি দেয়)।তবে ব্যাবহারকারীদেরকে আরও ভাল সেবা উপহার দেওয়ার লক্ষে কাস্টমারের নাম্বারে কল দিয়ে সার্ভে করা হতে পারে ব্যাবসায়িক উন্নতির জন্য এবং নতুন নতুন সকল আপডেট জানানো ইত্যাদি কার্যক্রম আমরা করতে পারি।
কাস্টমার অর্ডার করার পরে আমরা কাস্টমারের লোকেশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের অল্পকিছু তথ্য দেয়ার প্রয়োজন হয় থাকে।
[আমরা শুধুমাত্র আইনসঙ্গত কারনে অথবা প্রাসঙ্গিক উদ্দেশ্যে আপনার তথ্য যতদিন রাখা প্রয়োজন, ঠিক ততদিন রাখবো।]